বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রেস বিজ্ঞপ্তি বাংলাদেশ দলিল লেখক সমিতি
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রেস বিজ্ঞপ্তি

 বাংলাদেশ দলিল লেখক সমিতির প্রেস বিজ্ঞপ্তি 
সংগ্ৰামী সাথি ও বন্ধুগন,
বাংলাদেশ দলিল লেখক সমিতির পক্ষ থেকে সকল সাব রেজিস্ট্রি অফিসের ভাইদের জানাই সংগ্রামী সালাম।গত ৩১শে জুলাই ২০২৩ ইং তারিখে "আয়কর আইন ২০২৩(২০২৩ সনের ১২ নং আইন )"নামের গেজেট প্রকাশিত হবার পর দেখা যায় মে, ভূমি রেজিস্ট্রেশন আয়কর আগের তুলনায় রেলাস ভেদে কোনো ক্ষেত্রে দ্বিগুণ কোনো ক্ষেত্রে আবার  চারগুণ বৃদ্ধি করা হয়েছে। ইহাতে জমির মালিক ও ব্যাবসায়ী সহ সকল শ্রেণীর অংশীদার গণ ভূমি রেজিস্ট্রেশন করতে নিরুৎসাহিত হচ্ছেন  এমতাবস্থায়  বাংলাদেশ দলিল লেখক সমিতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষে এনবিআর কতৃপক্ষকে অবগত করিলে  কতৃপক্ষ অতিসত্বর সংশোধনের জন্য পর্থালোচনা করে আয়কর কমানো ও বিধির উদ্দেশ্য পূরণকল্পে স্পষ্ট করন মর্মে গত ০৩ অক্টোবর ২০২৩ ইং তারিখে আইন/আয়কর /২০২৩ প্রজ্ঞাপন জারি করেন,যেখানে বিধি ও উপ-বিধি সমূহে দেখা যায়  মে ০১ জুলাই  ২০২৩ ইং  তারিখের গেজেটের তুলনায় বর্তমান গেজেটে জমির ৫ টি শ্রেনীর মধ্যে "ঙ"শ্রেনীর ক্ষেত্রে থানা ওয়ারী সকল মৌজার কাঠা প্রতি এলাকা ভেদে  (৫,০০,০০০) পাঁচ লাখ টাকা থেকে (১,০০,০০০)এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে । ইহাতে ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর-দক্ষিণ)সহ আশেপাশের থানা ও উপজেলার জমির ক্ষেত্রে আয়কর আগের তুলনায় ০৩ থেকে ০৪ গুণ বৃদ্ধি করা হয়েছে এবং ভূমিতে স্থাপনার ক্ষেত্রে বর্গমিটার কর আগের চেয়ে বেশি আরোপ করা হয়েছে ।ইহাতে সাধারণ ক্রেতা-বিক্রেতা ও ব্যাবসায়ীখদের মাঝে ক্রয় বিক্রয়ের মাধ্যমে আর্থিক লেনদেন করা প্রায় বন্ধ হয়ে পরে। গেজেট কার্যকরের পর বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের অন্যতম খাত ভূমি রেজিস্ট্রেশন কর  আদায় আগের তুলনায় এক তৃতীয়াংশ কমে গিয়েছে ।অপর দিকে ২০২৩ সনের আয়কর আইনের ১২৫ ও  ১২৬ ধারার উৎস কর এ চালানের মাধ্যমে পরিশোধ করার আদেশ জারি করেন। ইহাতে ক্রেতা-বিক্রেতা এ চালান সংগ্ৰহ করতে দীর্ঘ সময় কাটাতে হয়। পাশাপাশি পক্ষগণের মতবিরোধ কিংবা অনিবার্যকারণ বশত: দলিল রেজিস্ট্রেশন না হইলে  এ চালানের টাকা অফেরত  যোগ্য হ্ওয়ায় ইহাতে পক্ষগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , আমরা বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত ০৮/১০/২০২৩ ইং তারিখে মাননীয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ,জনাব এ্যাডভোকেট আনিসুল হক , এমপি মহোদয়  ও সচিব মহোদয়ের সাথে জরুরি সাক্ষাৎ করি। কর্তৃপক্ষ মহোদয় জনগণের স্বার্থ ও ভোগান্তি লাঘব যৌক্তিক দাবির বিষয়াদি আগামী ০৭ কর্মদিবসের মধ্যে সমাধানের আশ্বাস প্রদান করেন। বাংলাদেশ দলিল লেখক সমিতির নীতি নির্ধারণী কমিটি বাংলাদেশের সকল দলিল লেখকদের বর্তমানে পরিস্থিতি আন্তরিকতার সহিত উপলব্ধি করেছেন দলিল লেখক জাতির পেশাগত মর্যাদা ,সুনাম ও জনগণের ভোগান্তি রক্ষার্থে এই সিদ্ধান্ত উপনীত হন যে , আগামী এক সপ্তাহের মধ্যে দাবির বিষয়ে যৌক্তিক সমাধান না হলে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায় বৃদ্বির লক্ষে দাবি আদায়ের স্বার্থে ঢাকা তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের ও বাংলাদেশের সকল সাব রেজিস্ট্রি অফিসে প্রয়োজনীয় কর্মসূচি ও পদক্ষেপ গ্রহণ করা হ্ইবে।

মোঃ জোবায়ের আহমেদ 
(মহাসচিব)
বাংলাদেশ দলিল লেখক সমিতি

আলহাজ্ব মোঃ নূর আলম ভূঁইয়া 
(সভাপতি)
বাংলাদেশ দলিল লেখক সমিতি 

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.