নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের স্টক-ব্রোকারদের মার্জিন ঋণ ও স্টক-ডিলারের বিনিয়োগের তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
চলতি জুলাই মাসের মধ্যে নির্দিষ্ট নিয়ম বা ফরম্যাটে রেগুলেটরি রিপোর্টিং সফটওয়্যার ব্যবহার করে এসব তথ্য জমা দিতে বলা হয়েছে বলে ডিএসই সূত্র জানিয়েছে।ভ
সূত্র জানায়, সম্প্রতি ডিএসই সকল ট্রেকহোল্ডার বা ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
শেয়ারবাজারে গত কয়েক বছরে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজ গ্রাহকদের অর্থ আত্মসাৎ করেছে এবং বন্ধ হয়েছে। এরপর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) সকল ব্রোকারেজ হাউজ পরিদর্শন ও তদন্তের নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এরই ধারাবাহিকতায় ব্রোকারেজ হাউজগুলোর স্টক-ব্রোকারদের মার্জিন ঋণ ও স্টক-ডিলারের বিনিয়োগের তথ্য এবং সফটওয়্যারের ব্যবহার পর্যবেক্ষণ করবে ডিএসই।
চিঠিতে বলা হয়েছে, এ বিষয়ে ব্রোকারেজ এবং ডিলারকে জুন মাসের মার্জিন ঋণ ও বিনিয়োগের তথ্য জুলাই মাসের মধ্যে ‘ট্রেক হোল্ডারদের জন্য তৈরি রেগুলেটরি রিপোর্টিং সফটওয়্যার’ এর মাধ্যমে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। সেই সঙ্গে আরও জানানো হয়েছে যে এ সংক্রান্ত তথ্য প্রেরণের ক্ষেত্রে কোনও হার্ড কপির প্রয়োজন নেই।
শেয়ারনিউজ, ১৬ জুলাই ২০২৩