আযহারে ইন্টারমিডিয়েট (HSC) পরীক্ষায় বাঙালি শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য

আযহারে ইন্টারমিডিয়েট (HSC) পরীক্ষায় বাঙালি শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য আযহারে ইন্টারমিডিয়েট (HSC) পরীক্ষায় বাঙালি শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated

 

আযহারে ইন্টারমিডিয়েট (HSC) পরীক্ষায় বাঙালি শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য

আযহারে ইন্টারমিডিয়েট (HSC) পরীক্ষায় বাঙালি শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল সাফল্য

মীযান মুহাম্মদ হাসান  স্টাফ রিপোর্টার:  গত বছরের মতো এবারও সানুভি অর্থাৎ এইচএসসি পরীক্ষায় মিশরস্থ আল আযহারে বাঙালি শিক্ষার্থীরা মেধা তালিকায় স্থান লাভ করেছে। ১ম থেকে ৯ম স্থান পর্যন্ত শীর্ষ ফলাফল অর্জনের এ তালিকায় রয়েছে ধারাবাহিক ভাবে বাঙালি শিক্ষার্থীদের নাম। সেরা দশ-এ রয়েছে যাদের নাম।  বাংলাদেশ থেকে কওমি মাদরাসা পড়ুয়া এ সকল শিক্ষার্থী দাওরায়ে হাদিস সম্পন্ন করে উচ্চতর শিক্ষার জন্য মিশরে আল আযহারে পাড়ি জমান। কঠোর অধ্যবসায় ও পরিশ্রম করে তারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের এ ঈর্ষণীয় সাফল্যে, বাঙালি জাতি হিসাবে আজ আমরা গর্বিত। মিশরস্থ আল আযহার ওয়েল ফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর- নামক সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে। 


 প্রতি বছর আল-আযহারে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির পরীক্ষার ফলাফল প্রকাশ পেলেই সকল বাংলাদেশী ছাত্রদের চোখে মুখে ফুটে উঠে সাফল্যের আনন্দ। সংখ্যায় অন্য দেশী ছাত্রদের তুলনায় কম হলেও সাফল্যের পরিধিটা বরাবরের মতোই বিশাল বিস্তৃত থাকে। তাই, আযহারের ছাত্র থেকে শিক্ষক সকলের মুখেই উঠে আসে বাংলাদেশী শিক্ষার্থীদের অসামান্য এই সাফল্যগাঁথার বিষয়টি। 


এরই ধারাবাহিকতায় ২০২২-২০২৩ ইং শিক্ষাবর্ষের আল আযহারের ইন্টারমিডিয়েট পরীক্ষায়ও বাংলাদেশী শিক্ষার্থীরা সাফল্যের নতুন অধ্যায় রচনা করেছেন। ১৩৭ টি দেশের শিক্ষার্থীদের মিলনমেলা বিশ্বের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান  আল আযহারের এবারের HSC পরীক্ষায় ‘সেরা দশ’ -এ জায়গা করে নেওয়া দশজনের আটজনই বাংলাদেশী। একইসাথে তারা মিশরস্থ কওমি ঘরানার একমাত্র ছাত্র সংগঠন ‘আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশরে’র গর্বিত সদস্য।


 ইন্টারমিডিয়েটে সেরা দশে স্থান পাওয়া আমাদের আটজন শিক্ষার্থীর তালিকা নিম্নরূপ—

১.

নাম: আহমদুল্লাহ

পিতা: মাওলানা ফখরুল ইসলাম 

মেধাস্থান: ১ম

গড়: ৯৭.১৪%

দাওরায়ে হাদীস: দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী।


২.

নাম: আহমদ বিন মোহাম্মদ ওসমান

পিতা: হাফেজ মোহাম্মদ ওসমান 

মেধাস্থান: ২য় 

গড়: ৯৪.১৩%

দাওরায়ে হাদীস: জামিয়া ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম।


৩.

নাম: রাফিউল আমিন

পিতা: ইমাম উদ্দিন

মেধাস্থান: ৩য় 

গড়: ৯৩.৭৩%

দাওরায়ে হাদীস: আল জামিয়াতুল ইসলামিয়া মাইজদী নোয়াখালী (আল আমিন মাদ্রাসা)।

৪.

নাম: মুহাম্মাদ ইহতিশামুল হক

পিতা: মাওলানা আব্দুর রব

মেধাস্থান: ৪র্থ

গড়: ৯২.৩৮%

দাওরায়ে হাদীস: জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা।

৫.

নাম: মাহদী হাসান

পিতার নাম: সালিম হুসাইন

মেধাস্থান: ৫ম

গড় নাম্বার: ৯১.৭৫%

দাওরায়ে হাদীস: জামিয়াতুল উলূমিল ইসলামিয়া ঢাকা।


৬.

নাম: আহমাদুল্লাহ বিন মোঃ শাহাদাত

পিতা: মুহা: শাহাদাত হুসাইন

মেধাস্থান: ৬ষ্ঠ

গড়: ৯১.৫৯%

দাওরায়ে হাদীস: জামিয়াতুস সুন্নাহ, মাদারীপুর।


৭.

নাম:  ইয়াছিন আরাফাত

পিতা: মুহা. মোস্তফা 

মেধাস্থান: ৭ম 

গড়: ৯১.৪৩%

দাওরায়ে হাদীস: দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম।


৮.

নাম: মোঃসা'দ বিন সেলিম

পিতা: মুহা. সেলিম

মেধাস্থান : ৯ম 

গড় নাম্বার : ৯১.২৭%

দাওরায়ে হাদীস : জামিআ আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা।


আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর তাদের সাফল্যে সর্বপ্রথম মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছে এবং তাদের সকলের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। আল্লাহ আমাদের সকলকে দীন ও মানবতার জন্য কবুল করুন। আমীন।


শুভেচ্ছান্তে-

কার্যকরী পরিষদ ২০২২-২০২৩ সেশন 

আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ, মিশর।


আমরা মেধাবী এ তরুণ শিক্ষার্থীদের কল্যাণ কামনা করছি। এ জাতীয় সাফল্য দেশ জাতির কল্যাণ ও সুনাম সুখ্যাতি আরও বৃদ্ধি করবে বলেও আমরা আশাবাদী। 

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
Site is Blocked
Sorry! This site is not available in your country.