বাংলাদেশ দলিল লেখক সমিতি ও মাননীয় আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক মহদয় বর্তমানে জমি রেজিস্ট্রি করন প্রায় বন্ধ হবার পথে এই বিষয়ে জরুরি আলোচনা করেন ।
ঢাকা তেজগাঁও প্রতিনিধি মোঃ ফিরোজ খান
আজ ১৫ ই অক্টোবর দুপুর ২.৩০ মিনিটে বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ নুরআলম ভূইয়া এবং সাধারন সম্পাদক জোবায়ের আহমেদ সিনিয়র সহ সভাপতি ফরিদুল ইসলাম বাহাদুর সিনিয়র সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন কেন্দ্রীয় নেতা এবং কিশোরগনজ জিলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ফোরকান উদ্দিন মানিক ঢাকা রেজিস্ট্রেশন কমপ্লেক্স দলিল লেখক সমিতির নেতা ও খিলগাও সাব রেজিস্ট্রারী অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন পল্লবী সাব রেজিস্ট্রারী অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ মাননীয় আইন মন্ত্রী এডভোকেট আনিসুল হক মহদয়
এবং সচিব মহদয় এর সাথে বাংলাদেশ সচিবালয়ে মাননীয় আইন মন্ত্রী মহদয় এর অফিসে সাখাৎ করে সারা বাংলাদেশের রেজিস্ট্রারী অফিস সমূহে দলিল রেজিষ্ট্রী বন্দ হয়ে গেছে জনগনের ভোগান্তি চরমে উঠেছে। বিভিন্ন রকম টেক্স এর গেরা কলে জনগন জিম্মি। ওয়ারিশি সম্পত্তি নামজারী ছাড়া রেজিস্ট্রেশন করতে পারছেন না। যাহা রেজিস্ট্রেশন আইনের ৫২ ধারার লংঘন এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৬ এর ৩ ধারায় তবে শর্ত থাকে যে Registration Act 1908 এর বিধানাবলি খর্ব করিবে না। এ আইন বলবৎ হচ্ছে না। ইত্যাদি মাননীয় আইন মন্ত্রী মহদয় কে অবহিত করা হয়েছে তিনি বলেছেন NBR এর টেক্স এর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনাকে অবহিত করবেন। অন্যান্য ব্যপারে তিনি সবার সাথে কথা বলে পদখেপ নিবেন বলে আশ্বাস প্রদান করেন।